শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সামাজিক মাধ্যম ব্যবহার করে গুজব ছড়াচ্ছে
সামাজিক মাধ্যম ব্যবহার করে গুজব ছড়াচ্ছে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ফেসিস্টরা রাজপথে পরাজিত হয়ে বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে গুজব ছড়াচ্ছে।
তিনি আরও বলেন,বাংলাদেশের মিডিয়াকে অবশ্যই সত্যিটা তুলে ধরতে হবে। ভারত চায় বাংলাদেশে উগ্রবাদ চলছে সেটা দেখাতে যাতে তাদের দেশের উগ্রবাদ পুষ্ট হয়। আর আমাদের দেশে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটছে তা কোন ভাবেই কাম্য নয়।
ভিও
আজ শনিবার সকালে সাড়ে ১০টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা দিবসে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের ফিতা কেটে এবং জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, এটা আমার জন্য সৌভাগ্যের। আমাদের সহযোদ্ধা আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয় থেকে লড়াই করেছে আমি সে বিশ্ববিদ্যালয়ে এসেছি। ছাত্র প্রতিনিধি হিসেবে কাজ করছি। আজকে শপথ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক নম্বর গেট সংলগ্ন পার্কের মোড় ঘুরে পুনরায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বিষয়: #গুজব