রবিবার ● ১৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন শিশির মোহাম্মদ মনির
সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন শিশির মোহাম্মদ মনির
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিজ্ঞ আইনজীবী বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতা শিশির মোহাম্মদ মনির এডভোকেট। রোববার (১৩ অক্টোবর) বিকেলে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান,নায়েবে আমীর এডভোকেট মোহাম্মদ শামস উদ্দিন,সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ,সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত,রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর,সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু,সাধারণ সম্পাদক চৌধুরী এমরানুল হক,বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি আল হেলাল,বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাছুম হেলাল,মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,আরটিভির প্রতিনিধি শহীদনুর আহমদ,আজকালের খবর প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক,দৈনিক সংগ্রাম প্রতিনিধি মহসিন রেজা মানিক,সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব,সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ তালুকদার,দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি কুদরত পাশা ও সাংবাদিক জসীম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ নির্বাচনী এলাকা দিরাই-শাল্লা আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে এডভোকেট শিশির মোহাম্মদ মনিরকে সমর্থন করে বলেন,সাবেক স্পীকার হুমায়ূন রশীদ চৌধুরী,সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ ও সাবেক পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেন গুপ্ত এর মৃত্যুতে সুনামগঞ্জ নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। তাই আগামী দিনের কঠিন ও চ্যালেঞ্জিং রাজনীতির মোকাবেলায় একমাত্র যোগ্য প্রার্থী শিশির মোহাম্মদ মনিরকে নিয়ে আমরা সুনামগঞ্জকে এগিয়ে নিতে চাই।
সভায় শিশির মোহাম্মদ মনির এডভোকেট বলেন,দিরাই-শাল্লা উপজেলায় বেশ কয়েকটি পূজামন্ডপে ঘুরে আমি সকল দলমতের মানুষের মনের কথা বুঝতে পেরেছি। সবাই চান সকল দলের অংশগ্রহনমূলক নির্বাচন ও ব্যালট ভোটের স্বাধীনতা। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে বিগত দিনের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে গণরায় প্রদানে ভোটাররা প্রস্তুত হচ্ছেন।
বিষয়: #সুনামগঞ্জ