সোমবার ● ১৪ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » খুলনা » দৌলতপুরে মধ্যরাতে দৌলতখালী গ্রামে গুলির শব্দে এলাকাবাসী আতঙ্কিত
দৌলতপুরে মধ্যরাতে দৌলতখালী গ্রামে গুলির শব্দে এলাকাবাসী আতঙ্কিত
দৌলতপুর প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে মধ্যরাতে দৌলতখালী গ্রামে গুলির শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে দিশেহারা হয়ে পড়ে।
জানাগেছে গতই ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দিনে দিনে আতঙ্কের জনপদে পরিণত হচ্ছে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বেশ কিছু জনপদ।
গত ১০ অক্টোবর দৌলতপুরের দৌলতখালী ৬ নং ওয়ার্ডে মসজিদ কমিটির টাকার হিসাব নিয়ে বি.এন.পি’র আলি আকবর ও জিয়া দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন ব্যক্তি আহত হয়। একাধিক সূত্র নিশ্চিত করে সংঘর্ষ সময় গুলি বর্ষণ ও বোমা বিস্ফোরিত হয়েছিল। এ ঘটনা দৌলতপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
এদিকে ১৩ অক্টোবর রাত অনুমানিক ১১ টার দিকে দৌলতখালী ৬ নং ওয়ার্ড এলাকায় ১০ থেকে ১২ রাউন্ড গুলির শব্দ শুনে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।
নাম পরিচয় গোপন রাখার শর্তে একাধিক ব্যক্তি বলেন, হঠাৎ রাত ১১ টা থেকে থেমে থেমে অন্তত ১০ থেকে ১২ রাউন্ড গুলির শব্দ আমরা শুনতে পেয়েছি, পরে আজমত আলি সহ দু’জন মারাত্বক আহত হওয়ার কথা শোনাগেছে। এভাবে চলতে থাকলে আমরা দৌলতপুর উপজেলাতে কেহই নিরাপদ থাকছি না। তাই আমাদের দাবি যত দ্রুত সম্ভব আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে জনগণের জানমাল রক্ষা করবে বর্তমান সরকার।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ১০ই অক্টোবরের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এবং ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির ঠোসা উদ্ধার করা হয়েছে।
দৌলতপুরে রামকৃষ্ণপুর ইউনিয়ন বি এন পির আয়োজনে জনসভা অনুষ্ঠিত
খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুরে রামকৃষ্ণপুর ইউনিয়ন বি এন পির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫ টার সময় ভাগজোত বাজারে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় হাজারো মানুষের ঢল নামে।
রামকৃষ্ণপুর ইউনিয়ন বি এন পির সভাপতি আনসার আলী মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা বি এন পির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট রমজান আলীর পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গলবার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বি এন পির সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম নান্নু, বি এন পি নেতা আলাউদ্দিন বাদল, ওয়াসিম, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আবিদ হাচান মন্টি সরকার, ছাত্রদল নেতা বিল্লাল হোসেন, মাসুম পারভেজ রুবেল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী।
সভায় আবিদ হাচান মন্টি সরকার ও মঙ্গল সরকার বলেন, দেশকে অস্থিতিশীল করতে এখনো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাজ করে চলেছে। প্রশাসন এখনো নীরব ভূমিকা পালন করছো। দলের মধ্যে থেকে নামধারী বিএনপিরা বিভিন্ন জায়গায় দখলদারি শুরু করেছে।
আপনারা মনে করছেন আপনাদের দখল বাজির তথ্য, লুটতরাজের তথ্য, মানুষকে হত্যা করার তথ্য, দেশনায়ক তারেক রহমানের কাছে নাই। আসলে আপনারা এখনো ভুলের রাজ্যে বসবাস করছেন। সকল তথ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছে আছে। তাই এখনো সময় আছে এসব দখলবাজি থেকে মুক্ত হয়ে, সুস্থধারার রাজনীতিতে ফিরে আসুন। আমরা মানুষের জন্য কাজ করতে চাই যেভাবে কাজ করে গেছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া।
বিষয়: #দৌলতপুর