বুধবার ● ১৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » খুলনা » মা ইলিশ সংরক্ষণ অভিযানে মোংলায় কোস্টগার্ডের টহল
মা ইলিশ সংরক্ষণ অভিযানে মোংলায় কোস্টগার্ডের টহল
মনির হোসেন
মা ইলিশ সংরক্ষণ অভিযানে মোংলা ও সুন্দরবন উপকূলীয় এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি নদ-নদীতে টহল জোরদার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এছাড়াও ইলিশ রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে কোস্টগার্ডের পক্ষ থেকে।
১৫ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টায় কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে
কোস্টগার্ড কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে ‘‘মা ইলিশ’’ রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই ধারবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।
এ উপলক্ষ্যে “মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪” পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্টগার্ড পশ্চিম জোন। ১৫ অক্টোবর মঙ্গলবার মা ইলিশ সংরক্ষণ অভিযানের তৃতীয় দিনে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন নদীসমূহে টহল কার্যক্রম চলমান রয়েছে । এছাড়াও পার্শ্ববর্তী দেশের মাছ ধরা ট্রলার যাতে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মৎস্য আহরণ করতে না পারে সেজন্য বাংলাদেশ কোস্টগার্ডের টহলরত জাহাজ সর্বদা কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভায়শ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পশ্চিম জোনের টহল সার্বক্ষণিক অব্যাহত থাকবে।
ক্যাপশন ::
মা ইলিশ সংরক্ষণ অভিযানে মোংলা ও সুন্দরবন উপকূলীয় এলাকার নদ-নদীতে কোস্টগার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে।
বিষয়: #অভিযান #ইলিশ #কোস্টগার্ড #টহল #মা #মোংলা #সংরক্ষণ