রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » খুলনা » দেশীয় অস্ত্র ও মাদকসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করল কোস্টগার্ড
দেশীয় অস্ত্র ও মাদকসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করল কোস্টগার্ড
মনির হোসেন, মোংলা::
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে। আটক প্রতারক চক্রের সদস্যরা হলেন মো. সাহেদ হোসেন (৩০) ও তার সহযোগী ফুজ্জাত আলী (৩২)।
২৭ অক্টোবর রবিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।
তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ পুলিশের যৌথ অভিযানে ২৬ অক্টোবর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে খুলনার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫০৮ পিস ইয়াবা, এক কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১৫ পিস অবৈধ সিরাপ, ১টি হ্যান্ডকাফ, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের পোশাকসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আটক মাদক কারবারি ও প্রতারকচক্রের দুই সদস্য সেনাবাহিনী এবং পুলিশের পোশাক ব্যবহার করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও তাদের কাছ থেকে সেনাবাহিনী ও পুলিশের ভুয়া পরিচয়পত্র ও বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং অন্যান্য আলামতসহ আটক দুই মাদককারবারিকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক পাচারকারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি নাশকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনীর অপতৎপরতারোধে কোস্টগার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।
ক্যাপশান :: কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে।
বিষয়: #অস্ত্র #আটক #কোস্টগার্ড #চক্র #দুই #দেশীয় #প্রতারক #মাদকসহ #সদস্য