মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রবাসে » ব্রঙ্কসে ইউএসবিসিসিআইর ব্রেকফ্রাষ্ট নেটওয়ার্কিং অনুষ্ঠিত।
ব্রঙ্কসে ইউএসবিসিসিআইর ব্রেকফ্রাষ্ট নেটওয়ার্কিং অনুষ্ঠিত।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
নিউইয়র্কের ব্রঙ্কসে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইড্রাষ্টি ইউএসবিসিসিআইর উদ্যোগে ব্রেকফ্রাষ্ট নেটওয়ার্কিং অনুষ্ঠিত।
গত ২৭শে অক্টোবর রবিবার ব্রঙ্কসের পার্কচেস্টার খলিল বিরিয়ানী হাউসে অনুষ্ঠিত সকাল বেলার নাস্তার আয়োজনে সমাজের প্রতিষ্ঠিত নানান পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ কমিউনিটির নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।এর মূল লক্ষ হলো সমাজের নানান স্তরের মানুষদের মধ্যে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করছে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্টি ব্যবসায়ী সংগঠন।
আলোচনার সূচনা হয় উপস্থিত সকলে তাদের নিজ নিজ পরিচয় দেওয়ার মাধ্যমে।
বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ এন মজুমদার চেয়ারম্যান কমিউনিটি বোর্ড-৯, সিপিএ জাকির চৌধুরী,সিপিএ আহাদ আলী,নুর আলম জিকু,বিশিষ্ট সাংবাদিক শেখ শফিকুর রহমান,ইউএসবিসিসিআইর পরিচালক ইসমাইল আহমদ,পরিচালক লিটন আহমদ,জাকির খান,সাহেদ ইসলাম প্রমূখ।
বক্তরা বলেন আমাদের সমাজে অনেকেই বিভিন্ন পেশায় সুপ্রতিষ্ঠিত হয়েছেন কিন্তু অনেকেই অনেকের সাথে পরিচয় নেই যদি একে অন্যের মধ্যে বুঝাপড়া থাকে তবে একজন আরেকজনের পরিপূরক হয়ে উঠতে পারেন।তারা বলেন বাংলাদেশীদের প্রতিষ্ঠিত সকল পেশার মানুষদের একে অন্যের সাথে পরিচয় থাকলে আমরা নিজেরাই বেশী লাভবান হবো।
বিষয়: #অনুষ্ঠিত #ইউএসবিসিসিআই #নেটওয়ার্কিং #ব্রঙ্কস #ব্রেকফ্রাষ্ট