বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » খুলনা » মোংলায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে ব্র্যাকের বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা কর্মশালা ও র্যালী
মোংলায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে ব্র্যাকের বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা কর্মশালা ও র্যালী
মনির হোসেন, মোংলা
মোংলায় ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আয়োজনে বিশ্ব বসতি দিবস উদযাপন এর লক্ষ্যে ‘তরুণ-নেতৃত্বাধীন ভবিষ্যৎ সুন্দর নগরী গড়তে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা সম্পর্কিত কর্মশালা ও র্যালীর আয়োজন করেছে।
৩০ অক্টোবর বুধবার সকাল ৯ টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালা ও র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনসহ মোংলা উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, মোংলা পোর্ট পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম মোংলা এর প্রজেক্ট ম্যানেজার তারেক হাসান সহ প্রজেক্ট টিমের সদস্যবৃন্দ ও মোংলা পোর্ট পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড ও কমিউনিটি থেকে আগত তরুন প্রজন্ম।
ব্র্যাকের নগর উন্নয়ন কর্মসূচি (আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম- ইউডিপি) প্রতি বছর সকলের জন্য বাসযোগ্য নগরী গড়ে তুলতে নাগরিকের মধ্যে সচেতনতা তৈরি ও নিজ নিজ দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করতে নানাবিধ কার্যক্রমের মাধ্যমে দিবসটি উদযাপন করে থাকে। এ বছরেও ব্র্যাক ইউডিপি এর অন্তর্গত “বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্রেন্ট ফ্রেন্ডলি টাউন থ্রু লোকালি লেড অ্যাডাপটেশন (এলএলএ)” প্রকল্প জাতিসংঘ কর্তৃক ঘোষিত প্রতিপাদ্য “Engaging Youth to Create a better Urban Future“ এর আলোকে তরুনদের সম্পৃক্ত করে উন্নত ভবিষ্যৎ বাসযোগ্য নগরী গড়ে তুলতে তরুনদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে দিবসটি যথাযথভাবে উদযাপনের জন্য ও তরুণ নেতৃত্বের মাধ্যমে মোংলা পোর্ট পৌরসভাকে ভবিষ্যৎ সুন্দর নগরী হিসেবে গড়তে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা সম্পর্কিত কর্মশালা আয়োজন করেছে। উক্ত কর্মসূচিতে ব্র্যাক ইউডিপি সুপরিকল্পিত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্বারোপ করেছে।
এর আগে উপজেলা প্রাঙ্গণে র্যালি করার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, এরপর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে মোংলা পোর্ট পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড ও কমিউনিটি থেকে আগত তরুন সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করেন। কর্মশালাতে প্রথমেই ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম মোংলা এর সদস্যবৃন্দ সকলের সঙ্গে উন্মুক্তভাবে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেন, এরপর সমগ্র পৌরসভায় অপরিকল্পিতভাবে যেসব স্থানে বর্জ্য ফেলার জন্য ব্যবহৃত হয় সেসব স্থানসমূহ চিহ্নিত করেন, তারপর সমস্যা গুলো চিন্তিত করে সেগুলো সমাধানের উপায় সংক্রান্ত পরিকল্পনা করেন। সেখানে তারা সমস্যার সমাধানের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভার ভুমিকা, জনসাধারনের ভুমিকা ও তরুনদের ভুমিকা নিয়েও আলোচনা করেন এবং সমন্বিত আলোচনার মাধ্যমে পরিকল্পনা লিপিবদ্ধ করেন। পরিশেষে কর্মশালা থেকে তরুণ নেতৃত্বের মাধ্যমে মোংলা পোর্ট পৌরসভাকে ভবিষ্যৎ সুন্দর নগরী হিসেবে গড়তে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে খাল পরিস্কার সহ বিভিন্ন কাজ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করার প্রত্যয় ঘোষিত হয়।
বিষয়: #বিশ্ব #মোংলা