শনিবার ● ২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘নমরুদ-হিটলার ক্ষমতাচ্যুত হওয়ার পর ফেরেনি, আ.লীগও ফিরতে পারবে না’ -কলিম উদ্দিন আহমেদ মিলন
‘নমরুদ-হিটলার ক্ষমতাচ্যুত হওয়ার পর ফেরেনি, আ.লীগও ফিরতে পারবে না’ -কলিম উদ্দিন আহমেদ মিলন
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক,সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন হিটলার, নমরুদ, চেঙ্গিস খান, আইয়ুব খান এবং টিক্কা খান ক্ষমতাচ্যুত হওয়ার পর আর ফিরে আসতে পারেনি; আওয়ামী লীগও ফিরে আসতে পারবে না।
তিনি আরও বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে যারা একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল, তারা আর কখনো ক্ষমতায় ফিরে আসতে পারবে না। তাছাড়া শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এরা হলো পলাতক শক্তি। এই দুর্নীতিবাজ লুটেরা আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। তাই এরা আর ফিরে আসতে পারবে না। তিনি আরও বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে যারা একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল, তারা আর কখনো ক্ষমতায় ফিরে আসতে পারবে না। তাছাড়া শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এরা হলো পলাতক শক্তি। এই দুর্নীতিবাজ লুটেরা আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। তাই এরা আর ফিরে আসতে পারবে না। গত ১৬ বছরে আলেম-ওলামা সহ বিরুধী দলীয় নেতা -কর্মীদের উপর যে পরিমান জুলুম- নির্যাতন করেছে শেখ হাসিনার সরকার তা ভাষায় বলা যাচ্ছেনা। সরকার দেশের সম্পদ ও হাজার- হাজার কোটি টাকা লুঠ করে বিদেশে পাচার করেছে। তাদের পাচারকৃত এসব টাকা দেশে ফিরিয়ে আনাতে তিনি অন্তরর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন। গত শুক্রবার উপজেলার নোয়ারাই ইউনিয়নের চৌমুহনী বাজারে ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির সহ সভাপতি হাজী সমুজ আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ শিল্প বিষয়ক সম্পাদক কয়েছ আহমেদ এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান সামসুল হক নমু, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলতাফুর রহমান খছরু, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামছু, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সামসুর রহমান বাবুল,জেলা বিএনপির স্থানীয়
সরকার বিষয়ক সহ সম্পাদক,সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল,উপজেলা কৃষক
দলের আহবায়ক মনির উদ্দিন,দোয়ারাবাজার উপজেলা কৃষক দলের আহবায়ক ফরিদ উদ্দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন,বিএনপি নেতা বেলাল আহমদ। সভায় আরো বক্তব্য রাখেন,মোশাররফ হোসেন,আলী হোসেন মানিক,খায়ের উদ্দিন, আব্দুল করিম চন্দন, দেলোয়ার হোসেন ইমরান,মাষ্টার আব্দুস সালাম,কুতুব উদ্দিন, আব্দুল কাইয়ুম,তোফায়েল খান বিপন,মোহাম্মদ আলী, আজর আলী,গোলাম মোস্তফা,আজিজুল ইসলাম, আমজাদ আলী,মামুন মিয়া,বদরুল আলম,সামসুর রহমান,সুয়েদ আহমদ,ফয়ছল আহমেদ,রোমান তালুকদার প্রমুখ। এছাড়া বিএনপি,যুবদল,কৃষকদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল, জাসাস ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী আব্দুল ওয়াহিদ।
বিষয়: #ক্ষমতাচ্যুত #নমরুদ. হিটলার