সোমবার ● ৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক
ভোলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক
মনির হোসেন , বজ্রকণ্ঠ নিউজ ::
কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি অপারেশন দল এবং বাংলাদেশ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন বেলায়েত হোসেন (৬১), শেখ ফরিদ (৩৭), মোঃ কামাল (৫২) ও মোঃ আল আমিন (২১)।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি ৪ নভেম্বর সোমবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রসী কর্মকান্ড দমনে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৪ নভেম্বর সোমবার দ রাত আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড ও পুলিশের একটি অপারেশন দল। এ সময় ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধান বেলায়েতসহ ৪ সদস্য কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ৩টি দেশীয় ছুরি, ১টি চাপাতি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আটককৃত সন্ত্রাসীগণ দীর্ঘদিন যাবত বোলায়েত হোসেনের নেতৃত্বে ভোলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজী, জমি দখল ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিলো। এছাড়াও আটককৃত বোলয়েত হোসেনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। আটককৃত সন্ত্রাসী এবং জব্দকৃত অস্ত্র, কার্তুজ ও সকল আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
ক্যাপশানঃ
কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি অপারেশন দল এবং বাংলাদেশ পুলিশের টহল টিম ৪ নভেম্বর সোমবার রাতে গোপন
সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ জনকে আটক করেছে।
বিষয়: #অভিযান #অস্ত্রসহ #আটক #কোস্টগার্ড #ভোলা #যৌথ #সন্ত্রাসী