রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটে আইএমএমএম ও বিসিএসআইআর উদ্যোগে শিল্পোদ্যোক্তাদের নিয়ে কর্মশালা
জয়পুরহাটে আইএমএমএম ও বিসিএসআইআর উদ্যোগে শিল্পোদ্যোক্তাদের নিয়ে কর্মশালা
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) জয়পুরহাটে রবিবার বেলা ১১ টায় “গবেষণায় শিল্পোদ্যোক্তাদের অংশগ্রহণ, ৪র্থ শিল্প বিপ্লবের দুয়ার উন্মোচন” অংশীজনদের নিয়ে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট আইএমএমএম, বিসিএসআইআর এর পরিচালক (অতিঃ দায়িত্ব) জন লিটন মুন্সি এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য দেন বিসিএসআইআর এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিসিএসআইআর এর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (অতিঃ দায়িত্ব) ড. মোঃ হোসেন সোহরাব, “গবেষণায় শিল্পোদ্যোক্তাদের অংশগ্রহণ, ৪র্থ শিল্প বিপ্লবের দুয়ার উন্মোচন” শীর্ষক কর্মশালার মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আইএমএমএম, বিসিএসআইআর এর প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. প্রদীপ কুমার বিশ্বাস, আইএমএমএম, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা সারমিন সুলতানা, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, জয়পুরহাট চেম্বারের সাবেক সভাপতি ও সিআইপি শিল্পপতি আনোয়ারুল হক আনু, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল বারী, বিশিষ্ট ব্যবসায়ী কবির আকবর চৌধুরী তাজ প্রমুখ। এ সময় অত্র প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় বিশিষ্ট শিল্পপতিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন নদ-নদী থেকে খনিজ সম্পদ অনুসন্ধানসহ বিভিন্ন উদ্ভাবনিতে কাজ করে যাচ্ছে বিজ্ঞানীরা। এতে করে দেশের খনিজ সম্পদ দিয়ে শিল্প উদ্যোক্তারা নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে। এজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
“গবেষণায় শিল্পোদ্যোক্তাদের অংশগ্রহণ, ৪র্থ শিল্প বিপ্লবের দুয়ার উন্মোচন” শীর্ষক কর্মশালার মূল লক্ষ্য ইন্সটিটিউটের গবেষণালব্ধ ও উদ্ভাবিত পণ্যের ভিত্তিতে দেশে শিল্প-কারখানা স্থাপনে শিল্প উদ্যোক্তাদের মাঝে পণ্যের গুনগত মান তুলে ধরা, শিল্প-কারখানা স্থাপনে দেশীয় প্রযুক্তি ও কাঁচামাল হস্তান্তর ও কারিগরি সহায়তা প্রদান করা, গবেষণা ও শিল্পায়নে বিজ্ঞানী ও শিল্প উদ্যোক্তাদের মাঝে যোগসূত্র স্থাপন করা, খনিজ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আধুনিক বাংলাদেশ গঠনে সহায়তা প্রদান করা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর তত্ত্বাবধানে খনি প্রধান উত্তরবঙ্গের জেলা শহর জয়পুরহাটে গড়ে উঠেছে দেশের প্রথম ও একমাত্র খনি, খনিজ ও ধাতব বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান “ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম)”। প্রতিষ্ঠানটির প্রধান উদ্দেশ্য দেশের খনি ও খনিজ দ্রব্যের অনুসন্ধান, পৃথকীকরণ ও বিশোধন, উত্তোলন পরিকল্পনা গ্রহন, গুণগত মান বিশ্লেষণ, প্রযুক্তি উদ্ভাবন এবং ব্যবহার নিশ্চিতকরণ।
সেমিনারে জানানো হয় ইন্সটিটিউটের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে পেটেন্ট বা স্বত্ত ৪ টি, প্রসেস বা পদ্ধতি ২০ টি, প্রকাশিত বই/বই-এর অধ্যায় (আন্তর্জাতিক) ৬ টি, প্রকাশিত গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ১শ’ ২ টি, আন্তর্জাতিক কনফারেন্স প্রকাশনা ৮ টি, জাতীয় কনফারেন্স প্রকাশনা ৫২ টি, পিএইচডি, এম.ফিল, এম.এস ও বিএসসি গবেষণায় তত্ত্বাবধায়ন ৮৫ টি এবং ৩ টি সমঝোতা স্মারক (সিএসআইআরও, আরএমআইটি এবং এভারলাস্ট মিনারেলস, অস্ট্রেলিয়া) স্বাক্ষরিত হয়েছে।
বিষয়: #আইএমএমএম #জয়পুরহাট #বিসিএসআইআর