শুক্রবার ● ২৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » মৌলভীবাজার » মৌলভীবাজারে চলছে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ
মৌলভীবাজারে চলছে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ
নিজস্ব সংবাদ :: মৌলভীবাজারে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে ২৫ নভেম্বর সোমবার। সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে, জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তারের সঞ্চালনায়, সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ বুনিয়াদি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর মহাপরিচালক মোঃ আব্দুল কাইয়ূম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা উপ-পরিচালক মোঃ শাহ নেওয়াজ হোসেন। গ্রাম পুলিশ বাহিনীর ৪০ জন সদস্য এ মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।