বুধবার ● ৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » বানিয়াচং » কারাগারে থাকা চেয়ারম্যান আহাদ মিয়ার ভাই-ভাতিজার অবৈধ আগ্নেয়াস্ত্রের এলোপাতাড়ি গুলি!
কারাগারে থাকা চেয়ারম্যান আহাদ মিয়ার ভাই-ভাতিজার অবৈধ আগ্নেয়াস্ত্রের এলোপাতাড়ি গুলি!
” বিগঞ্জের বানিয়াচংয়ে টমটম গাড়ির স্ট্যান্ড দখল নিয়ে দু’পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত অর্ধশত।।বাড়ি-ঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ।।”
আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের নয়াপাতারিয়া গ্রামে আধিপত্য বিস্তার ও টমটম গাড়ির স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে ১১নং মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান ৯ মার্ডার মামলায় কারাগারে থাকা আহাদ মিয়ার ভাই জেলা পরিষদ নির্বাচনের পরাজিত সদস্য প্রার্থী আশিক মিয়া,পুত্র ডিপজল ও আরজু মিয়ার লোকজনের মধ্যে মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে খবর পাওয়া যায়।
ঘন্টাব্যাপী সংঘর্ষে আশিক মিয়া,ডিপজল মিয়াসহ তাদের লোকজন অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালানোর ও অভিযোগ উঠে।
এছাড়াও চেয়ারম্যান এর পক্ষের লোকজনের হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করারও অভিযোগ করেন আরজু মিয়ার পক্ষের লোকজন।
উভয়পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নারী পুরুষসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
১লা ডিসেম্বর (রবিবার) বিকাল আনুমানিক ৫ টার দিকে টমটম গাড়ির স্ট্যান্ড দখল করতে গেলে আশিক মিয়া,ডিপজল মিয়ার সাথে আরজু মিয়ার লোকজনের বাকবিতন্ডা হয়।
এর সূত্র ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বলে খবর পাওয়া যায়।
সংঘর্ষে নিহতের ঘটনা না ঘটলেও উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজনের মতো গুলিবিদ্ধ,টেটা বৃদ্ধ বেশ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসাপাতালে ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তী করার খবর পাওয়া গেছে।
সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)কবির হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন বলে জানান ওসি।
এব্যাপারে কোন অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্হা নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য,গত ৫ আগষ্টের পর থেকে বানিয়াচং উপজেলায় পরিবহন সেক্টরে এমন রদবদল এর ঘটনা ঘটে চলছে।
এমনকি এই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভিতরে রাস্তা গুলোতেও এরকম রদবদল এর কার্যক্রম শুরু হয়েছে।
প্রায় জায়গার ঐ স্ট্যান্ডের পুরাতন কমিটির লোকজন ও ম্যানেজারকে সড়িয়ে নতুন করে নিয়োগের মাধ্যমে রদবদল হতে দেখা যাচ্ছে।
বর্তমানেও বানিয়াচং উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিবহন সেক্টরে পুরাতন কমিটির নেতৃবৃন্দদের ও ম্যানেজারদেরকে সড়িয়ে ৫ আগষ্টের পর থেকে বিভিন্ন রোডের স্ট্যান্ডের রদবদল হতে দেখা যাচ্ছে।
পূর্বে অধিকাংশগন ঐ আওয়ামীলীগের রাজনিতীর সাথে জড়িত ছিলেন।
আর এবার তাদেরকে সড়িয়ে বিএনপি ও অন্যান্য দলের নেতৃবৃন্দদেরকে এসব কমিটি গঠন করে রদবদল করছেন যার যার মনমতো করে।
অথচ এই রদবদল এর পর দেখা যায় ম্যানেজার দ্ধারাতে প্রতি গাড়ি থেকে দিন-রাত টাকা উঠানো হচ্ছে!
যাহা রিতীমত এক প্রকার চাঁদাবাজি ঐ চলছে ম্যানেজারের মাধ্যমে।
এসব বিষয় নিয়ে প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে জানতে চাইলে,তারা জানান এটা সম্পূর্ণ বেআইনী এবং এটা চাঁদাবাজি করা হয়ে থাকে।
তারা এসব বন্ধে আস্তে আস্তে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন বলেও আলাপকালে জানান।
বিষয়: #অবৈধ #আগ্নেয়াস্ত্র #আহাদ #এলোপাতাড়ি #কারাগার #গুলি #চেয়ারম্যান #থাকা #ভাই #ভাতিজা #মিয়া