বুধবার ● ১৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খুলনা » মোংলায় মধ্য-দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উপহার বিতরণ
মোংলায় মধ্য-দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উপহার বিতরণ
মনির হোসেন, মোংলা
মোংলায় চার্চ অব বাংলাদেশ এর অন্তর্ভুক্ত সি,এম,সি,ওয়াই এর সার্বিক তত্বাবধায়ন ও কম্প্যাশন ইন্টারন্যাশনালের অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প শেলাবুনিয়া- বিডি ০৩৩৬ কর্তৃক বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় মোংলার চার্চ অব বাংলাদেশ চত্বরে আয়োজিত উপহার বিতরণ অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রেভাঃ জেমস মনিদ্র বৈদ্য।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক মিঃ যোয়েল সজল বাড়ৈ। এসময় শেলাবুনিয়া শিশু উন্নয়ন প্রকল্পের জনকল্যাণমূলক কার্যক্রমের উপর বক্তব্য রাখেন সালোম মোংলার এরিয়া ব্যবস্থাপক সৌরেন্দ্র মন্ডল, এলসিসি সদস্য মারিনো দীপ্তি মন্ডল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোংলা থানার এসআই আব্দুল হাদি, হিসাব রক্ষক মি.লাসার হালদার,সমাজকর্মী সুপ্রীতি মল্লিক, সারা সরদার, এ্যাগ্নেস সরদারসহ প্রকল্পের এলসিসি সদস্যগণ, শিশুদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ্যালেক্স রানা মিত্র ও কেয়া তালুকদারের উপস্থাপনায় অসাধারন নৈপূণ্য আর নাচ গানের মাধ্যমে অনুষ্ঠানে আগত অতিথিদের মাতিয়ে রাখেন প্রকল্পের শিশুরা। কেককাটা, কীর্ত্তন গান পরিবেশনা ও ২৯২ জন শিশুকে উপহার ও খাবার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিষয়: #দক্ষিণ #বাংলাদেশ #মধ্য #শিশু