শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » মৌলভীবাজার » মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময়
মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময়
শ. ই. সরকার জবলু ::: মৌলভীবাজারে ২১ ডিসেম্বর শনিবার জেলা জামায়াতের কর্মী সম্মেলন ও জামায়াতের কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ১৯ ডিসেম্বর বৃহষ্পতিবার সন্ধা ৬টায়। শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলী, মৌলভীবাজার- ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আলাউদ্দিন শাহ, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম ও সদর উপজেলা জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম। সাংবাদিকদের মধ্যে মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ ও সাবেক সভাপতি এম এ সালাম, সাবেক সভাপতি আজাদুর রহমান, সহ-সভাপতি শ. ই. সরকার জবলু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, প্রবাসী ও সাবেক সাংবাদিক সৈয়দ রুহুল আমীন, সৈয়দ বয়তুল আলী, হোসাইন আহমদ, এম এ রব, আব্দুল ওয়াদুদ, রোমান আহমদ, এম এ কাইয়ুম সুলতান প্রমুখসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের পক্ষে অনেকে আলোচনায় অংশ নেন। প্রেসক্লাব সভাপতি সরওয়ার আহমদ তার আলোচনায় জেলা সদরের ৫ সাংবাদিককে মামলায় আসামী করার বিষয় উত্থাপন ও উপস্থিত জামায়াত নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বিষয়: #জামায়াত #জেলা #মতবিনিময় #মৌলভীবাজার #সাংবাদিক