বুধবার ● ৮ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » খুলনা » মোংলায় কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ ৬ চোরাচালানী আটক
মোংলায় কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ ৬ চোরাচালানী আটক
মনির হোসেন, মোংলা
কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মোংলার বাসষ্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাট এলাকা থেকে হরিণের মাংসসহ ৬ চোরাচালানীকে আটক করেছে। ৭ জানুয়ারী মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন- ঢাকার কেরানীগঞ্জের মো. সোহেল হোসেন, মো. সাইদুল ইসলাম, মো. তাইজুল ইসলাম, মো. রবিন, ঝিনাইদাহের কালিগঞ্জের মোসা. মুক্তা বেগম ও নেত্রকোনা সদর উপজেলার কল্পনা আক্তার।
৮ জানুয়ারী সকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন।
তিনি বলেন,নগোপন সংবাদের ভিত্তিতে গত ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২ টায় বিসিজি বেইজ মোংলা এর একটি আভিযানিক দর মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন মোংলা হতে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে ১১ কেজি অবৈধ হরিণের মাংস সহ ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত অবৈধ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটককৃত চোরাচালানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানা পুলিশের উপস্থিতিতে চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট অফিসের স্টেশন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
ক্যাপশানঃ
কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মোংলার বাসষ্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাট এলাকা থেকে হরিণের মাংসসহ ৬ চোরাচালানীকে আটক করেছে।
বিষয়: #অভিযান #আটক #কোস্টগার্ড #চোরাচালানী #মাংসসহ #মোংলা #হরিণ