শনিবার ● ১১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » সিলেট » সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে বিএফসি স্পোর্টিং ক্লাব আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন
সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে বিএফসি স্পোর্টিং ক্লাব আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন
মিজানুর রহমান মিজান বিশ্বনাথ(সিলেট)থেকে::
সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএফসি স্পোর্টিং ক্লাব আয়োজিত ৩য় ফুটবল প্রাইজমানি এন্ড প্রাইজমানি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।গতকাল শুক্রবার(১০ জানুয়ারী)বিকালে বিশ্বনাথ পৌর এলাকার পূর্ব কারিকুনা সমাজ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় গ্রামের পূর্বের মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।বিএফসি স্পোর্টিং ক্লাবের সভাপতি লুৎফুর রহমান জুয়েলের ও ধারাভাষ্যকার মোহাম্মদ আলীর যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বৃহৎ পরিসরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বিএফসি স্পোর্টিং ক্লাব এতদাঞ্চলের খেলাধুলার ক্ষেত্রে যে অবদান রাখছে তা সত্যিই প্রশংসার দাবীদার।এ টুর্নামেন্টে ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতিও প্রশংসনীয়।প্রত্যাশা থাকবে বিএফসি স্পোর্টিং ক্লাব আগামীতেও তাদের এই আয়োজন অব্যাহত রাখবেন।সে জন্যে যত সহযোগিতার প্রয়োজন হয় তা, আমি করে যাবো।টুর্নামেন্টের উদ্বোধন করেন, বিএফসি স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও যুক্তরাজ্য প্রবাসী কবির মিয়া।এ সময় বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া,বিশ্বনাথ সদর ইউপির সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, অলংকারি ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল,বিশ্বনাথ সদর ইউপির চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার,দৌলতপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবারক আলী,প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান,যুক্তরাজ্য কিতলী সিটির কাউন্সিলর নেছার আলী,বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের,প্রবাসী এডুকেশন ট্রাস্টের ইসি মেম্বার মবশ্বির আলী,বিএফসি স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা শাহ রুকন,বিএফসি স্পোর্টিং ক্লাবের সদস্য যুক্তরাজ্য প্রবাসী জুয়েল আহমদ,পর্তুগাল প্রবাসী রুমেল তালুকদার।উদ্বোধনী খেলায় যাদুরগোল ফুটবল একাডেমী ফেঞ্চুগঞ্জকে ২-০ গোলে হারিয়ে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ব্যাটারী গল্লি জয়লাভ করে।খেলায় প্রথম পুরস্কার তিন লক্ষ দশ হাজার টাকা ও দ্বিতীয় পুরস্কার দুই লক্ষ দশ হাজার টাকা।
বিষয়: #আয়োজন #আয়োজিত #উদ্বোধন #ক্লাব #টুর্নামেন্ট #বর্ণাঢ্য #বিএফসি #বিশ্বনাথ #সিলেট #স্পোর্টিং