শুক্রবার ● ৭ জুন ২০২৪
প্রথম পাতা » রাজশাহী » নাটোরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
নাটোরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
নাটোরে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) জেলার গুরুদাসপুর পৌর এলাকায় ও নলডাঙ্গা বারনই নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- গুরুদাসপুর পৌরশহরের আনন্দ নগর মহল্লার সাদ্দাদ হোসেনের স্ত্রী আবেরা বেগম (৪০) ও নলডাঙ্গা উপজেলার কোমরপুর গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে কামরুল হোসেন। এছাড়াও একই এলাকার আহমদ আলীর ছেলে মো. মজনু (৪০) আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে নলডাঙ্গা উপজেলার কোমরপুর এলাকায় নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান।
অপরদিকে গুরুদাসপুর পৌরশহরের আনন্দ নগর মহল্লার সাদ্দাদ হোসেনের স্ত্রী আবেরা বেগম দুপুর ২টার দিকে আকাশে মেঘ দেখে বাড়ির পাশে ডোবা থেকে হাঁস ফিরিয়ে আনতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি একটি গাছের নিচে আশ্রয় নেন। তখন বজ্রপাতের আওয়াজে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক চৈতি মুন্সি বলেন, দুপুরে ওই গৃহবধুকে তার স্বজনরা চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন। এর আগেই তার মৃত্যু হয়।
বিষয়: #নাটোর