মঙ্গলবার ● ২৮ মে ২০২৪
প্রথম পাতা » রংপুর » রংপুর বিভাগের ১৯ উপজেলা পরিষদে নব-নির্বাচিতদের শপথ গ্রহণ
রংপুর বিভাগের ১৯ উপজেলা পরিষদে নব-নির্বাচিতদের শপথ গ্রহণ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম পর্যায়ে রংপুর বিভাগের ১৯ উপজেলা পরিষদে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
২৮ মে, মঙ্গলবার রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, দেশের উন্নয়ন ও মানুষের সেবা করাই সবার লক্ষ্য হওয়া উচিত। জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কোনো বিরোধ নেই। সবাই একসঙ্গে কাজ করলে অনেক অসাধ্য সাধন করা সম্ভব। গত ১৫ বছরে দেশের আর্থসামাজিক অবস্থার অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। কিন্তু সমাজের অসঙ্গতি এখনো দূর হয়নি। তাই জনপ্রতিনিধিদেরকে সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক, বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।
এ সময় তিনি সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটানোর জন্য জনপ্রতিনিধিগণের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবু জাফর, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৮ মে রংপুর বিভাগের ১৯ উপজেলা পরিষদে প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৯ জন চেয়ারম্যান ও ৩৮ জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিষয়: #রংপুর