

সোমবার ● ৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইন আদালত » মাদক মামলায় খালাস পেলেন চিকিৎসক ঈশিতা
মাদক মামলায় খালাস পেলেন চিকিৎসক ঈশিতা
রাজধানীর শাহ আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন করা মামলায় চিকিৎসক ইশরাত রফিক ঈশিতাকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (৩ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। এদিন চিকিৎসক ঈশিতা আদালতে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে খালাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ঈশিতা।
মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ আগস্ট মিরপুর থেকে ডা. ঈশিতাকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে পরদিন ২ আগস্ট ভুয়া পরিচয় দেওয়া, মাদক ব্যবসা, সার্টিফিকেট জালিয়াতিসহ নানা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক ও প্রতারণা আইনে শাহ আলী থানায় তিনটি মামলা করা হয়। গ্রেফতারের ১৪ মাস পর ২০২২ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান ঈশিতা। মাদক আইনে মামলাটি তদন্ত করে র্যাব-৪ এর উপ-পরিদর্শক মঈনুল হোসেন ওই বছরের ২০ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২৩ সালের ৯ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ১৩ জন আদালতে সাক্ষ্য দেন।
বিষয়: #ঈশিতা #খালাস #চিকিৎসক #পেলেন #মাদক #মামলা