

বুধবার ● ৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » পুরোহিত মশাই
পুরোহিত মশাই
বিপুল চন্দ্র রায় :::
রাজারহাট-কুড়িগ্রাম।
ওই আশ্রম মন্দিরে
পুরোহিত করে বাস।
সকাল-সন্ধ্যা আরাধনায়
কাটায় বছর মাস।
ত্রিসন্ধ্যা মুক্তি মিলে
ভক্তিতে মিলে শক্তি।
ভালো কর্মই ধর্ম আমার
ধর্ম রথে চলি।
পরপারের কথা ভেবে
করবোনা খারাপ কাজ।
ধর্ম পথে চলি সবাই
হবে জীবনে পুণ্যলাভ।
বিষয়: #পুরোহিত #মশাই
