

রবিবার ● ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » নিউইয়র্কে মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল।
নিউইয়র্কে মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক::
মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ই মার্চ শনিবার এস্টোরিয়ার ভেরাইটি বয়েজ এন্ড গার্লস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহান আহমদ টুটুল।সাধারন সম্পাদক সৈয়দ রহুল আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব ইউএসএ ইনকের সভাপতি মোঃ বদরুল হোসেন খান।বিশেষ অতিথি ছিলেন মোঃ আবু তাহের বিশিষ্ট সাংবাদিক সিইও টাইম টেলিভিশন,এমাদ আহমেদ উপদেষ্টা এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি,সিরাজ উদ্দীন সোহাগ প্রধান নির্বাচন কমিশনার মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি,রোকন হাকিম সাধারন সম্পাদক জালালাবাদ এসোসিয়েশন অব ইউএসএ ইনক,সহসভাপতি শামীম আহমদ,বশির খান বিশিষ্ট ব্যবসায়ী,গহর কিনু চৌধুরী উপদেষ্টা বিয়ানীবাজার সমিতি ইউএসএ ইনক,মোঃ আকবর আলী সাবেক কমিশনার,মোঃ তোজাম্মল হোসেন সাবেক সভাপতি, মিয়া মোহাম্মদ আলতাফ হোসেন উপদেষ্টা মৌলভীবাজর ডিষ্ট্রিক্ট সোসাইটি।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শেখ শফিকুর রহমান,সংগঠনের সহসভাপতি মোঃ জাবেদ আহমদ,যুগ্ন সাধারন সম্পাদক এমাদ তরাফদার,সদস্য রিটন সরকার প্রমূখ।দোয়া মুনাজাত পরিচালনা করেন মোঃ জালাল চৌধুরী।ইফতার মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহন করেন।
সভাপতির বক্তব্যে সোহান আহমদ টুটুল সকলকে রমজানের ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিষয়: #ইফতার #ডিষ্ট্রিক্ট #নিউইয়র্কে #মাহফিল। #মৌলভীবাজার #সোসাইটির