

শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বানিয়াচংয়ে শিশু ধর্ষণ চেষ্টাকারী কারাগারে
বানিয়াচংয়ে শিশু ধর্ষণ চেষ্টাকারী কারাগারে
বজ্রকণ্ঠ সংবাদ ::
বানিয়াচং উপজেলায় ৯ বছরের এক শিশুকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুজিত দাশ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে (৩য় পাতায় দেখুন) পুলিশে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আলীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আটক সুজিত দাশ একই উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের শচীন্দ্র দাশের ছেলে। বাজারের ব্যবসায়ীরা জানান, সন্ধ্যায় আলীগঞ্জ বাজারের একটি দোকানে নিয়ে ৯ বছর বয়সী এক শিশুকণ্যাকে ধর্ষণের চেষ্টা করেন সুজিত। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে আটক করে। পরে বানিয়াচং থানায় খবর দিলে উপপরিদর্শক (এসআই) সজিব ঘোষ তাকে আটক করে থানায় নিয়ে যান। এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান- এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা দায়ের করেছেন। আটক সুজিতকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়: #ধর্ষণ #বানিয়াচং #শিশু