

শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » সাহিত্য ডাইরি » সময় আমাদের শিখিয়ে দেয়, কল্পনার চেয়ে বাস্তবতা কত কঠিন
সময় আমাদের শিখিয়ে দেয়, কল্পনার চেয়ে বাস্তবতা কত কঠিন
:: সংগৃহীত ::
সময় আমাদের শিখিয়ে দেয়, কল্পনার চেয়ে বাস্তবতা কত কঠিন। কল্পনা করা সহজ, কল্পনা সদা-সুন্দর! কল্পনা সাময়িক তৃপ্তি দিতে শেখায়, আর বাস্তবতা সংকটকালীন প্রতিটা মুহুর্ত উপলব্ধি করতে শেখায়।
মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, স্বপ্ন বদলায়।
সময় বলে দেয়, কে সত্যিকারের আপন, আর কে শুধু প্রয়োজন ফুরোলেই ভুলে যায়।
যদি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে বাস্তবতা আমাদের শিখিয়ে দেবে কিভাবে উঠে দাঁড়াতে হয়! জীবনে হুচট আসবে, অনাক্ষাঙ্খিত অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। যা আপনি কখনো কল্পনাই করেন নি কিন্তু বাস্তবে সেটাই হয়েছে। হ্যা এজন্যই তো বলা হয় বাস্তবতা কঠিন শুধু কঠিন না,বাস্তবতা বড্ড কঠিন!
সময়ের সাথে সব কিছু বদলে যাবে, এমনকি আপনি নিজেও আর এটাই বাস্তব! তাই যখন যে বাস্তব পরিস্থিতির মুখোমুখি হোন সেটা মেনে নিয়ে, বাস্তবতার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে শিখুন!
“কল্পণার পৃথিবী সহজ, বাস্তবতার দুনিয়া কঠিন!
বাস্তবতার সাথে নিজেকে খাপ খাইয়ে নিন, জীবন সাবলীল!”
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ Self Confidence “আত্মবিশ্বাস” থেকে সংগৃহীত।
বিষয়: #আমাদের #কঠিন #কত #দেয় #বাস্তবতা #শিখিয়ে #সময়