

শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » নাগরিক সংবাদ » যখন আপনি বাড়িওয়ালা!
যখন আপনি বাড়িওয়ালা!
সৈয়দ মিজান
বাড়িভাড়া দেয়ার আগে ভাড়াটিয়া সম্পর্কে যথাযথ খোঁজখবর নিন। ভাড়াটিয়া ও তার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্রের কপি ও বাড়িভাড়া সম্পর্কিত লিখিত চুক্তিপত্র সংরক্ষণ করুন।
•
বাড়িভাড়া যুক্তিসঙ্গত সীমার মধ্যে নির্ধারণ করুন। পূর্ব নোটিশ ছাড়া বাড়িভাড়া বাড়াবেন না।
•
চুক্তি শেষ হয়ে গেলে এডভান্সের টাকা ফেরত দিতে গড়িমসি করবেন না।
•
ভাড়া দেয়ার পূর্বেই পানি-বিদ্যুৎ-গ্যাস ব্যবহার এবং অন্যান্য নিয়মনীতি সম্পর্কে ভাড়াটিয়াকে অবহিত করুন।
•
পানি-বিদ্যুৎ-গ্যাস বিল ভাড়ার সাথে সংযুক্ত থাকলে ন্যায্য বিল রাখুন। এ থেকেও মুনাফা করার মানসিকতা পরিহার করুন।
•
সঙ্গত কারণে কেউ ভাড়া পরিশোধ করতে না পারলে আলোচনা সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তি করুন। যে-কোনো উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি কিংবা পানি-বিদ্যুৎ-গ্যাস সরবরাহ বন্ধ করা থেকে বিরত থাকুন।
•
দারোয়ান বা কেয়ারটেকারকে দিয়ে ভাড়াটিয়াকে অপদস্থ করাবেন না।
•
ভাড়াটিয়াদের চিঠি/মেসেজ পৌঁছে দিতে বিলম্ব করবেন না।
•
বাড়ির সার্বিক পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।
বিষয়: #আপনি #বাড়িওয়ালা #যখন