

শনিবার ● ১৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক::
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
গত ১৪ ই মার্চ শুক্রবার ব্রঙ্কস বাংলাবাজার গোল্ডেন প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ সামাদ মিয়া জাকারিয়া ও সাধারন সম্পাদক ইমরান আলী টিপুর পরিচালনায় অতিথি ছিলেন সাবেক সভাপতি মোঃ আব্দুস শহীদ,হাসান আলী,শেখ আল মামুন,বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী,মাহবুব আলম,জুনেদ চৌধুরী,সিরাজউদ্দীন আহমদ সোহাগ,আবু কাউছার চিশতি,মির্জা মামুনুর রশিদ। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন মোঃ জালাল চৌধুরী।দেশ ও জাতির কল্যানে দোয়া মুনাজাত করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবুল কাসেম ইয়াহিয়া।
ইফতার মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহন করেন।অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কবি আবু তাহের চৌধুরী,সাংবাদিক শেখ শফিকুর রহমান,রেজা আব্দুল্লাহ,মিয়া মোঃ আছকির,কবি জুলি রহমান,মেহের চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ বশির মিয়া,মোঃ শামীম আহমদ,মোঃ শামীম মিয়া,তানিম চৌধুরী। বক্তরা বলেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস ব্রঙ্কসের প্রথম প্রতিষ্ঠিত সংগঠন আমরা যেন এই সংগঠনের ছায়াতলে একতাবদ্ধ হয়ে সবসময় থাকি। সভাপতি মোঃ সামাদ মিয়া জাকারিয়া ইফতার মাহফিলে অংশগ্রহন করে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিষয়: #অব #ইফতার #বাংলাদেশ #ব্রঙ্কসের #মাহফিল। #সোসাইটি