

সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » নাগরিক সংবাদ » #সাংবাদিক_নিয়োগ_বিজ্ঞপ্তি বজ্রকণ্ঠ “সময়ের সাহসী অনলাইন পত্রিকা”
#সাংবাদিক_নিয়োগ_বিজ্ঞপ্তি বজ্রকণ্ঠ “সময়ের সাহসী অনলাইন পত্রিকা”
সৈয়দ মিজান :::
অনলাইন পত্রিকায় প্রতিনিধি নিয়োগের আবেদন আহবান করা হচ্ছে। এক্ষেত্রে যারা উদ্যমী সব সময় নতুনত্বকে পছন্দ করেন,তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান,জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান,অন্যায় অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং অবশ্যই স্মার্ট মোবাইল ফোন ব্যবহারে পারদর্শী,মূলত তাদের কাছ থেকেই আমরা এই আবেদন আহবান করছি।
যোগ্যতাসমূহঃ
১. সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে
২. উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে।
৩ . সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
৪. মিশুক মনের অধিকারী হতে হবে।
৫. চালাক ও সাহসী হতে হবে।
৬. নেশা ও মাদক মুক্ত হতে হবে।
শর্তসমূহঃ
১. কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. অফিসের নিদের্শে বিভিন্ন জায়গায় ভ্রমণের মনমানসিকতা থাকতে হবে।
৩. কপি নিউজ করা যাবে না।
৪. পুরাতন নিউজ করা যাবে না।
৫. ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে।
৬. মাসে অন্তত দুটি জনদূভোর্গের ভিডিও নিউজ করে পাঠাতে হবে।
৭. সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে।
৮. স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে
৯. রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধি নিউজ করা যাবে না।
১০.প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নাম্বার তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে।
১১.কর্তৃপক্ষ কর্তৃক চুড়ান্ত প্রতিনিধিদের যোগদান করার ১ (এক) মাস তাদের রিপোর্ট নিয়ে পর্যবেক্ষণ করবে।
সুযোগ সুবিধাঃ
১. সংবাদকর্মী নিজে কোন কঠিন বিপদ আপদে আক্রান্ত হলে পত্রিকা আর্থিক সাহায্যে এগিয়ে আসবে
২. পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় আক্রান্ত হলে সংবাদকর্মীকে পত্রিকা থেকে আইনি সহায়তা প্রদান করা হবে।
*বিজ্ঞাপনের ৫০% প্রদান করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ
যারা প্রতিনিধি হিসাবে কাজ করতে ইচ্ছুক তারাই কেবল এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন।*নিজের ইমেইল থেকে অনলাইনে সিভি / জীবন বৃত্তান্ত এবং NID কার্ডের স্ক্যান কপি পাঠাতে হবে।
[বায়োডাটায় আপনার রিয়াল ফেইসবুক আইডির লিংক থাকতে হবে।]
Email :: [email protected] (CV and all documentations along with video clip of yourself)
যোগাযোগ :: 01781529003 (SMS text message first then calls please) WhatsApp
বিষয়: #অনলাইন #নিয়োগ #পত্রিকা #বজ্রকণ্ঠ #বিজ্ঞপ্তি #সময়ের #সাংবাদিক #সাহসী