

মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » আমারই বাংলাদেশ
আমারই বাংলাদেশ
::: বিপুল চন্দ্র রায় :::
আমার দেশের মাটি,
সোনার চেয়েও খাঁটি।
এই মাটিতে সোনা ফলে
রবিশস্য ফসল।
এই বাংলার আকাশে
লাল-সবুজের রবি হাসে।
এই খুশিতে প্রকৃতিতে
ফুল পাখিদের গান।
ষড় ঋতুর দেশ
আমারই বাংলাদেশ।
রাজারহাট-কুড়িগ্রাম।
বিষয়: #আমারই #কুড়িগ্রাম #চন্দ্র #বাংলাদেশ #বিপুল #রাজারহাট #রায়