

মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ১৭ই মার্চ পালন।
নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ১৭ই মার্চ পালন।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক ::
১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তম শুভ জন্মদিন উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ই মার্চ রোজ সোমবার নিউইয়র্কের ওজনপার্কের লাবন্য রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠান মালার মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,আলোচনা সভা,দোয়া মাহফিল ও ইফতার পার্টি।
নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সভাপতি রফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা ডাঃ মাসুদুল হাসান।বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেস্ট আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীন আজমলও হাজী এনামুল হক দুলাল,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্র নাথ রায়।
অনুষ্ঠানের শুরুতে সকল শহীদদের স্মরনে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।বক্তব্য রাখেন সহসভাপতি সাইকুল ইসলাম,সহসভাপতি শাহ সেলিন,যুগ্ন সম্পাদক দুলাল বিল্লাহ,নজরুল ইসলাম।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক শাহ সেলিম,যুগ্ন আহ্বায়ক লিটন চৌধুরী,শেখ শফিকুর রহমান সমন্বয়কারী রশিদ রানা।
উপস্থিত ছিলেন সহসভাপতি সাখাওয়াত হোসেন চঞ্চল,ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী,সহসভাপতি সারওয়ার হোসেন,তানভীর কাউছার,শাহ চিশতি,ব্রঙ্কস আওয়ামীলীগের সহসভাপতি আবু তাহের চৌধুরী,সাধারন সম্পাদক মোশাহিদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক ভিপি বেলাল।
বঙ্গবন্ধুর মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা ছয়ফুল আলম সিদ্দিকী।
সবশেষে মাগরিবের আজানের সাথে উপস্থিত সকলে ইফতারে শরীক হন।
বিষয়: #আওয়ামীলীগ #নিউইয়র্ক #পালন #মহানগর #মার্চ