

মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » সাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ২২ জেলে জীবিত উদ্ধার
সাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ২২ জেলে জীবিত উদ্ধার
মনির হোসেন
উত্তাল সমুদ্র হতে বিকল ফিশিং ট্রলার ‘এফবি রাইসা-১’ এর ২২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ মার্চ সোমবার সকাল ৭টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানা যায়, ‘এফবি রাইসা-১’ নামক একটি ফিশিং ট্রলার কক্সবাজার এলিফ্যান্ট পয়েন্ট হতে আনুমানিক ১৬ কিলোমিটার দূরে ইঞ্জিন বিকল হয়ে ২২ জন জেলেসহ উত্তাল সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অপারেশান্স সমুদ্র প্রহরায় নিয়োজিত বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ মুনসুর আলী তৎক্ষণাৎ উদ্ধার অভিযান আরম্ভ করে।
দীর্ঘ ২৫ ঘন্টা অভিযান চালিয়ে অবশেষে ২৫ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় বিকল হওয়া ট্রলারসহ ২২ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বিসিজি স্টেশন কক্সবাজার জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের ট্রলারসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের ব্যবস্থা করে।
তিনি আরও বলেন, ট্রলারটি গত ১১ মার্চ চট্টগ্রামের নোয়াখালী এলাকা হতে মাছ ধরার জন্য সমুদ্রে গমন করে এবং গত ১৪ মার্চ হতে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। অতপর জেলেরা মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে কোস্টগার্ডের শরণাপন্ন হয়। উদ্ধারকৃত সকলেই লক্ষ্মীপুরের বাসিন্দা।
বিষয়: #ইঞ্জিন #ট্রলারসহ #বিকল #সাগর
