

বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে হাওড়ে বাঁধ নির্মাণে অনিয়ম এখনো শেষ হয়নি কাজ
ছাতকে হাওড়ে বাঁধ নির্মাণে অনিয়ম এখনো শেষ হয়নি কাজ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধ:
ছাতকে হাওড় ফসল রক্ষা বাঁধগুলোর কাজ সময়মতো শেষ করতে পারেনি পিআইসি কমিটি। হাওড় রক্ষা বাঁধ নির্মাণ কাজে নামে চলছে মৌসুমি টাকার বাণিজ্য। অধিকাংশ প্রকল্পের ৫০ ও ৬০ ভাগ কাজ শেষ করতে পারেনি পিআইসি কমিটি সদস্যরা। ২৮টি পিআইসির মধ্যে ২০ নম্বার প্রকল্পের পিআইসি কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগের ঘটনা নিয়ে সমালোচনার ঝড় বইছে। ২০ নাম্বার পিআইসি কমিটির সভাপতি রোয়াব আলীও সদস্য সচিব আব্দুল মছবির, এসও মাসুমের বিরুদ্ধে রয়েছে অনিয়ম ও কাজ না করে বিল উত্তোলন করার অভিযোগ উঠেছে।
উপজেলার নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম সংবাদ পেয়ে অনিয়মকৃত পিআইসির বরাদ্দকৃত টাকাগুলো আটকিয়ে দেয়। এ ঘটনায় দুর্নীতিবাজ পিআইসি কমিটি পড়েছে চরম বিপাকে। গত ১৯ মার্চ উপজেলার দক্ষিণ খুরমা ইউপির নোয়াগাঁও গ্রামে তৈমুছ আলীর ছেলে আব্দুল মতিন বাদী হয়ে ২০ নম্বার পিআইসি কমিটির বিরুদ্ধে উপজেলার নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ করেন। জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরের উপজেলাধীন জাউয়াবাজার ও দক্ষিণ খুরমা ইউপির আসলামপুরের এর পূর্ব অংশে প্রায় ৭৯৫ মিটার ডুবন্ত বাঁধ ও ভাঙা বন্ধকরণ কাজের অনুমোদন পায়।
পিআইসি নং-২০ সরকারি বরাদ্দ পরিমাণ ১৯ লাখ ৭ হাজার টাকা বরাদ্দে হাওড় রক্ষা কিংবা ফসল রক্ষার কোনো কাজে আসবে না বলে কৃষকরা অভিযোগ করেন। পুরোনো বাঁধের মাটি কোড়ে বাঁধের ওপর প্রলেপ করে বাঁধ দৃশ্যমান দেখানো হয়। উল্লেখ্য যে, বাঁধে বন লাগানো কাজ এখনোও শেষ করতে পারেনি তারা। এ ব্যাপারে উপজেলার নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন তদন্তপূর্বক আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়: #অনিয়ম #এখনো #কাজ #ছাতকে #নির্মাণে #বাঁধ #শেষ #হাওড়ে #হয়নি
