

বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।
সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।
ওয়াহিদুর রহমান বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় যথা-যোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
২৬(মার্চ) বুধবার দিবসের প্রথম প্রহরে সূর্যদ্বয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সুচনা হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে উপজেলা প্রশাসনের মধ্য থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এরপর যথাক্রমে মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,জগন্নাথপুর থানা,জগন্নাথপুর পৌরসভা,জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব, আনসার-ভিডিপি,পল্লী বিদ্যুতের কর্মকর্তাগণসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক নিবেদন করা হয়েছে।
সকাল ৯টায় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। দুপুরে হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান,শহীদদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া,বিজয়-মেলা,শিশু-কিশোরদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা,ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমদ।
বিষয়: #উদযাপন #ও জাতীয় #জগন্নাথপুরে #দিবস #মর্যাদায় #মহান #যথাযোগ্য #সুনামগঞ্জের #স্বাধীনতা
