

শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক
বজ্রকণ্ঠ সংবাদ :::
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ (শুক্রবার) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনের সাইডলাইনে ভুটানের প্রধানমন্ত্রী ডাশো শেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
বৈঠকে দুই সরকারপ্রধান স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
বিমসটেক সম্মেলনে আজ অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনে বক্তব্য ছাড়াও তিনি আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।
সফর শেষে আজই তার দেশে ফেরার কথা রয়েছে।
বিষয়: #উপদেষ্টা #দ্বিপাক্ষিক #প্রধান #প্রধানমন্ত্রী #বৈঠক #ভুটান #সঙ্গ
