

শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » খেলা » সাবিনাদের সঙ্গে বাফুফে সভাপতির বৈঠক শনিবার
সাবিনাদের সঙ্গে বাফুফে সভাপতির বৈঠক শনিবার
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের খেলা শুরু করেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল। টানা দুইবার সাফের শিরোপাজয়ী নারী দলের সেই লড়াই শুরু হবে জুন মাসের তৃতীয় সপ্তাহে। এজন্য আগামী সপ্তাহ থেকে নারী ফুটবলারদের প্রস্তুতি ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এদিকে ভুটানের লিগে খেলতে আগামী ৬ এপ্রিল দেশ ছাড়বেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, সিনিয়র ফুটবলার মনিকা চাকমা ও সুমাইয়া। দেশ ছাড়ার আগে আগামীকাল শনিবার বাফুফে ভবনে ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল বৈঠক করবেন তারা।
সম্প্রতি বৃটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করেছেন সাবিনারা। বাটলার-খেলোয়াড়দের দ্বন্দ্ব নিরসনে ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল উভয় পক্ষের সঙ্গে একাধিকবার বসেছেন। এরপরও আনুষ্ঠানিক সমাধান হয়নি। বাটলার জুনিয়র দল নিয়েই আরব আমিরাত সফর করেছেন। এশিয়ান কাপ সামনে রেখে খেলোয়াড়-কোচ-ফেডারেশন সব পক্ষকেই একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ঈদের সময় দেশের বাইরে ছিলেন। নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ সাফের সভার জন্য শ্রীলঙ্কার কলম্বো আছেন। আগামীকাল তার দেশে ফেরার কথা রয়েছে। বাফুফে সূত্রে জানা গেছে, কোচ-খেলোয়াড় দ্বন্দ্ব নিরসন এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সম্ভাবনা-পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে।
ভুটানের লিগে সাবিনারা চার জন খেলবেন পারো এফসিতে। একই লিগে মাসুরা, রুপনা চাকমা ও সাগরিকার ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার বিষয় চূড়ান্ত হলেও তারা এখনো বিমান টিকিট পাননি। বাটলারকে এড়িয়ে চলা ১৮ ফুটবলারের মধ্যে সাত জন ভুটান খেলতে যাচ্ছেন। বাকি ১১ জন কি করবেন সেটাই দেখার বিষয়। অনেক ফুটবলার নমনীয় হয়ে অনুশীলনে ফেরার চিন্তা করলেও আগে ফেডারেশনের সঙ্গে আলোচনা করে তারা কিছু বিষয় তুলে ধরতে চান।
বিষয়: #বাফুফে #বৈঠক #শনিবার #সঙ্গে #সভাপতির #সাবিনা
