

শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » পল্লানপাড়া দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন
পল্লানপাড়া দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন
মোহাম্মদ আলম,বার্তা সম্পাদক-চট্টগ্রাম:
০৩-০৪-২০২৫ খ্রি. তারিখ রোজঃ বৃহস্পতিবার উপজেলার হলদিয়াপালং ৬নং ওয়ার্ড পল্লানপাড়া দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সম্মানিত মুসল্লিয়ানে কেরামের উপস্থিতিতে বাদে যুহর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় এলাকাবাসী ও মুসল্লিদের সাথে পরামর্শক্রমে মসজিদের জমী সংক্রান্ত দীর্ঘদিনের যাবতীয় সমস্যাদির সমাধানসহ মসজিদের অবকাঠামোগত উন্নয়নার্থে একটি নতুন পরিচালনার কমিটি গঠন করা হয়। উল্লেখ্য দীর্ঘ কয়েক দশক ধরে মসজিদ পরিচালনা কমিটি ছিলনা। নবগঠিত পরিচালনা কমিটির মেয়াদকাল অদ্য তারিখ হতে পরবর্তী দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে। উক্ত মেয়াদকাল শেষ হওয়ার পনের দিন পূর্বে উপদেষ্টা কমিটি এলাকাবাসীর সাথে পরামর্শক্রমে দশ সদস্য-বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করবেন। উক্ত আহবায়ক কমিটির প্রতি দুই বছর অন্তর অন্তর কমিটি পুনর্গঠন এর চূড়ান্ত সিদ্ধান্ত উপস্থিত মুসল্লিদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তাদের সদিচ্ছা, কর্মতৎপরতা ও উৎসাহ- উদ্দিপনায় এগিয়ে যাবে অত্র মসজিদের আগামীর যাবতীয় উন্নয়ন। নবোদ্যমে উজ্জীবিত হোক সকল মুসল্লিয়ানে কেরামদের প্রবল প্রত্যাশা। নবগঠিত ২১ সদস্যের পরিচালনা কমিটির সদস্যেরা হলেন, জনাব হাজী ছৈয়দ আলম-বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী এবং সমাজ সেবক মৌলভীপাড়া-সভাপতি। জনাব মাওলানা ফরিদ আহমদ, সহকারী শিক্ষক, দক্ষিণ হলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বিশিষ্ট শিক্ষাবিদ মৌলভীপাড়া-সেক্রেটারী, জনাব ফরিদ আলম (টেকনিশিয়ান), বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক পল্লানপাড়া, কোষাধ্যক্ষ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জনাব ফরিদুল আলম, জনাব হাফেজ মাওলানা শফিউল আলম, জনাব আব্দুর রহিম মিস্ত্রি, জনাব হোসাইন আহমদ মিয়াজী, ৩নং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জনাব শামশুল আলম মেম্বার, জনাব নুরুল হাকিম সওদাগর, জনাব হাজী সোনালী, জনাব মোহাম্মদ আমিন, জনাব আলহাজ্ব মোহাম্মদ শাহ্জাহান, আনসার প্লাটুন কমান্ডার জনাব এ.কে.এম মোজাম্মেল হক, জনাব ডাঃ আক্তার হোসাইন মাহমুদ, জনাব মাওলানা মোছাবিন আশরাফ, জনাব হাজী ইলিয়াছ, জনাব আনুয়ারুল ইসলাম, জনাব জাফর আলম, জনাব শাহা আলম, জনাব সেহের আলী, জনাব আব্দুর রহমান সওদাগর।
নবগঠিত পরিচালনা কমিটিকে বৃহত্তর মৌলভীপাড়া-পল্লানপাড়াবাসীর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন। কমিটির সুষ্ঠু পরিচালনায় মসজিদের আশানুরূপ উন্নয়ন হবে বলে সর্বস্থরের মানুষ আশা ব্যক্ত করেন।
বিষয়: #কমিটি গঠন #কেন্দ্রীয় #জামে #দারুস #পল্লানপাড়া #মসজিদ #সালাম
