

শনিবার ● ৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কপিলমুনি ইউপি চেয়ারম্যান সহ ৪ জনের নামে মামলা
কপিলমুনি ইউপি চেয়ারম্যান সহ ৪ জনের নামে মামলা
::আঃ সবুর আল আমিন, কপিলমুনি (খুলনা) প্রতিনিধি::
অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করায় প্রতিবাদ করলে মারপিটের ঘটনায় যুবদল নেতাসহ ৩ জন আহতের ঘটনায় থানায় কপিলমুনি ইউপির প্যানেল ও দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানসহ ৪ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত পরিচয় আরোও ৯/১০ জনের নামে থানায় মামলা হয়েছে। মামলার বাদী উপজেলার প্রতাপকাটি গ্রামের মোঃ আরশাদ আলী সরদারের ছেলে মোঃ রিপন সরদার।
কপিলমুনি ইউপি চেয়ারম্যান সহ ৪ জনের নামে মামলা
আহতরা হলেন, উপজেলার কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটি গ্রামের মোঃ মোবারেক হোসেন অনিক, মোঃ আবু সাঈদ, শফিকুল ইসলাম ও জামাল গাজী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মামলায় বলা হয়, ঘটনার দিন মঙ্গলবার বিকেলে মামলার বাদীসহ দলীয় অন্যান্যরা হাউলীÑপ্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করছিলেন। এ সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কপিলমুনি ইউনিয়ন পরিষদের প্যানেল ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ আলী মোড়লের নেতৃত্বে সংঘবদ্ধ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তারা তারে সাথে বিতর্কে জড়িয়ে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্ম্পকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ সময় ঘটনার শিকার অনিকসহ অন্যান্যরা এর প্রতিবাদ করলে তারা আকষ্মিক তাদের উপর হামলা চালায়। এতে উপজেলার প্রতাপকাটির মোঃ মোবারক হোসেন অনিক, মোঃ আবু সাঈদ, শফিকুল ইসলাম ও জামাল গাজী কম-বেশী আহত হন। আহতদের মধ্যে মোঃ মোবারক হোসেন অনিক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় যুবদল নেতা রিপন সরদার বাদী হয়ে ইউনুছ আলী মোড়ল, মোঃ কামরুল ইসলাম, সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল মোড়ল, মোঃ সবুজ বিশ্বাস এর নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত পরিচয় আরো ৯/১০ জনকে আসামী করে বৃহস্পতিবার রাতে পাইকগাছা থানায় একটি মামলা করেন। মামলা নং-৬. তারিখ ০৩.০৪.২৫। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, মারামারির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
বিষয়: #কুরুচিপূর্ণ #মন্তব্য
