বুধবার ● ১২ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের বানিয়াচংয়ে মানবতার ডাক সামাজিক সংগঠন এর ঈদ উপহার বিতরনের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে মানবতার ডাক সামাজিক সংগঠন এর ঈদ উপহার বিতরনের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ।।
আকিকুর রহমান রুমন:-হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গরীব অসহায় মানুষদের মুখে হাসি ফুটানোর লক্ষ্য নিয়ে ঈদ উপহার(সামগ্রী) বিতরণ এর মধ্যে দিয়ে”মানবতার ডাক”সামাজিক সংগঠন এর আত্মপ্রকাশ।
হঠাৎ গ্রামের মধ্যে এমন কার্যক্রম দেখে একটু খুঁজ খবর নেওয়ার চেষ্টা করে এলাকাবাসীসহ সংগঠন এর নেতৃবৃন্দের সাথে আলাপকালে জানাযায়,বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মহিউদ্দিন উদ্দিন নামের এক প্রবাসী তারই এক ছোট্ট ভাই বাংলাদেশ সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর(বিজিবি)এর সদস্য রায়হান উদ্দিনকে নিয়ে প্রায় ২বছর পূর্বে এলাকার খেটে খাওয়া মানুষসহ অসহায় লোকজনের কষ্ট দেখে তারা এই মানবতার ডাক নামের একটা সংগঠন এর চিন্তা চেতনা করেন।
দু’ভাইয়ের যেমনটা ছিলো ভাবনা তেমনটাই তারা এলাকার লোকজনের মধ্যে হাসি ফুটানোর চেষ্টা চালিয়ে যেতে থাকেন।
তারা এলাকার অসহায় লোকজনের মধ্যে যতোটুকু পারতেন দুই,চারজন করে গোপনে গোপনে সহযোগীতা করে যাচ্ছিলেন বলে এর সত্যতা পাওয়া যায়।
এরই ধারাবাহিকতায় ১১জুন(মঙ্গলবার) ২০২৪ইং দুপুরে রায়হান উদ্দিন এলাকার কিছু মুরব্বিয়ান ও যুবকদেরকে নিয়ে প্রায় ৪০/৫০টি পরিবারের অসহায় লোকজনের মধ্যে ঈদ উপহার তুলে দেওয়ার মধ্যে দিয়ে এই সংগঠন এর আত্মপ্রকাশ করেছেন।
তাদের এমন মনোভাব ও সুন্দর মনের আত্মপ্রকাশ দেখে এসব বিষয়ে উক্ত সংগঠনের আহবায়ক প্রবাসী মহিউদ্দিন ও (বিজিবি)সদস্য রায়হান উদ্দিনের সাথে যোগাযোগ করে জানতে চাইলে,রায়হান উদ্দিন জানান,ভাই গ্রামে জন্ম হলেও মা,বাবায় যতোটুকু লেখাপড়া করিয়াছেন এতোটুকু শিক্ষা নিয়ে ঐ ছোট্ট বেলা এলাকার অসহায় মানুষদের অভাব অনটন দেখে কিছুটা করার চেষ্টা করতাম।
আর এসবের জন্য আমার আরেক বড় ভাই(মহিউদ্দিন)মিয়া যিনি প্রবাসে রয়েছেন তাহার সাথে এসব শেয়ার করতাম।
তখন দেখতাম ভাইয়ের চিন্তা চেতনাও সেইম আমার মতো।
তাই ভাইয়ের অনুপ্রেরণা নিয়ে দু’ভাই এলাকার মধ্যে গোপনে গোপনে কাজ চালিয়ে যেতে লাগলাম।
এমনকি এই মানবতার ডাক নামের এই সংগঠন এর নাম সিলেক্ট করলাম।
আর আজকেই প্রথম বারের মতো আমাদের দু’ভাইয়ের সাধ্য মোতাবেক সংগঠন এর অন্যান্য সদস্যবৃন্দদের সহযোগীতা নিয়ে একটু বড় পরিসরে ঈদুল আজহা উপলক্ষে এলাকার অসহায় লোকজনের মধ্যে শাড়ি,লুঙ্গি ও পাঞ্জাবি উপহার হিসাবে বিতরণ করি।
মহিউদ্দিন ভাই ও আমি নিজেই দীর্ঘদিন ধরে নিজের চাকরির ফাঁকে ফাঁকে এসব নাম গুলো সিলেক্ট করি তাদের অগোচরে।
আর গতরাতে আমি এসব উপহার সামগ্রী কিনে নিয়ে আসি বাড়িতে এবং দিনের বেলায় যারা এসেছেন তাদের হাতে এই উপহার সামগ্রী গুলো তুলে দেই।
এছাড়াও যারা আসতে পারেন নাই তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের উপহার গুলো তাদের হাতে তুলে দিয়ে আসি।
তবে আজকে রাতেই তার কর্মস্হল রাজশাহীতে রওয়ানা দিয়ে দিয়েছেন বলেও জানান।
এ ব্যাপারে উক্ত সংগঠন এর আহবায়ক মহিউদ্দিন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ছোট্ট ভাই রায়হান উদ্দিনের কথার সত্যতা নিশ্চিত করে বলেন,ভাই প্রথমেই আপনাদের সকলের দোয়া ও সহযোগীতা চেয়ে বলতে চাই,যদিও প্রবাস জীবনটা খুবই কষ্টের তারপর নিজ মাতৃভূমির মানুষের কষ্ট দেখে এসেছি বলেই তাদের জন্য সব সময় অন্তরটা কাঁদে।
এমনকি তাদেরকে কিছুটা করার মনও চায়।
তাই নিজ পরিবারের জন্য সাধ্য মোতাবেক করার পরও এসব লোকজনের জন্য কিছুটা সঞ্চয় করে রাখতাম তাদের পাশে কিছুটা উপহার সামগ্রী তুলে দিয়ে হাসি ফুটানোর লক্ষ্য।
এই লক্ষ্য নিয়ে ঐ ছোট্ট ভাই রায়হান এর মাধ্যমে এইটুকু আজ করতে পেরেছি।
ভবিষ্যতে আপনাদের সহযোগীতা নিয়ে এলাকার অসহায় খেটে খাওয়া মানুষ ও মেধাবী ছাত্র ছাত্রীসহ অসহায় নির্যাতিত মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্য নিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করে যাবো।
যাদের যা কিছু প্রয়োজন রয়েছে এসব তাদেরকে উপহার হিসেবে তুলে দেওয়ার মাধ্যমে।
তিনি সবার উদ্যেশে এইটুকু ঐ বলতে চান,
যাদের মন মানসিকতা ভালো তারা সব সময় ঐ নিজের এলাকার লোকজনের মধ্যে হাসি ফুটানোর চেষ্টা করে যাচ্ছেন কোন প্রকার প্রচার প্রচারনা ছাড়া।
তাই আমি সবার নিকট আহবান জানাচ্ছি বাজে খরচাপাতি না করে অন্তত নিজ এলাকার এমন অসহায় একজন মানুষের পাশে দাড়ানোর জন্য।
দেখবেন এভাবে যদি আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে সরকারের উন্নয়নের পাশাপাশি একদিন সত্যি সত্যি সোনার বাংলাদেশ হিসাবে আমাদের মাতৃভূমি সারা বিশ্বের নিকট পরিচিতি লাভ করে মাথা উঁচু করে দাঁড়াবে।
বিষয়: #হবিগঞ্জের বানিয়াচংয়ে মানবতার ডাক সামাজিক সংগঠন এর ঈদ উপ