শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
---

Bojrokontho
রবিবার ● ১৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » গ্লেনরিচ উত্তরার ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আয়োজন
প্রথম পাতা » শিক্ষা » গ্লেনরিচ উত্তরার ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আয়োজন
৪৩ বার পঠিত
রবিবার ● ১৩ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্লেনরিচ উত্তরার ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আয়োজন

সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ:::

গ্লেনরিচ উত্তরার ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আয়োজনগ্লেনরিচ উত্তরার ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আয়োজন
[ঢাকা, ১৩ এপ্রিল ২০২৫] ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা। গ্লেনরিচ উত্তরা সিনিয়র ক্যাম্পাস মিলনায়তনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ১১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

আয়োজনে স্কুল জীবনের হৃদয়ছোঁয়া ও স্মৃতিময় মুহুর্তগুলো নিয়ে বক্তব্য দেন ভ্যালিডিক্টোরিয়ান আফিয়া নুর; যেখানে তিনি স্কুলের অব্যাহত সহযোগিতার কথা উল্লেখ করেন। বক্তব্যে নিজের ব্যাচ সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করেন তিনি; সেখানে সহানুভূতি, সম্প্রীতি ও স্মৃতিময় আবেগের বিষয়গুলো উঠে আসে।

এই আনন্দমুখর আয়োজন সম্পর্কে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা’র প্রিন্সিপাল ড. অম্লান কে. সাহা বলেন, “আজ আমরা আমাদের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্য, সমৃদ্ধি, অধ্যাবসায় ও অসীম সম্ভাবনা উদযাপন করছি। বিশেষ করে, শেখার প্রতি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা নেতৃত্ব, নিষ্ঠা ও গভীর প্রত্যয় দেখিয়েছে। নিঃসন্দেহে তারা কমিউনিটি ও দেশের জন্য অর্থবহ অবদান রাখতে সক্ষম হবে।”

অনুষ্ঠানে অনেক অতিথি অংশগ্রহণ করেন এবং গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। প্রিন্সিপাল কর্তৃক শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েট ঘোষণা করার মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়। আগামীর জন্য আনন্দ ও উচ্ছ্বাস-উদ্দীপনার প্রতীক হিসেবে টুপি উড়িয়ে মুহূর্তটিকে উদযাপন করা হয়।

ফটো ক্যাপশনঃ

গ্লেনরিচ উত্তরার সিনিয়র ক্যাম্পাস মিলনায়তনে ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা। এ বছর ১১৭ জন শিক্ষার্থী সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। এই আয়োজন গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা’র প্রিন্সিপাল ড. অম্লান কে. সাহা, শিক্ষকবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।



বিষয়: #  #  #  #  #  #  #  #


---

আর্কাইভ

--- --- --- --- --- --- আমি কয়েকটি লাইভ স্ট্রিমিং টক শো করব এবং আপনাদের সবাইকে আমার “কারেন্ট” অ্যাফেয়ার্সে অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানাতে চাই! আপনি কি আমার টক শোতে থাকতে আগ্রহী হবেন? --- বাঙ্গালী সাজে ট্রাফিক নিয়ন্ত্রণে বিদেশিনী! ???? --- ফেনী ও হবিগঞ্জে ত্রাণ সহায়তা ও উদ্ধার কাজ পরিচালনা করছে কোস্টগার্ড। যোগাযোগ করুন ::- ফেনী:- ০১৭৬৯৪৪২৯৯৯,০১৭৬৯৪৪২৫৯১ , হবিগঞ্জ: - ০১৭৬৯৪৪১৯৯৯,০১৭৬৯৪৪১৩৩৩ --- আপনাদের লেখা আমাদের অনলাইন পত্রিকায় প্রকাশ বা প্রচার করতে চান ? ই-মেইল ঠিকানা:: news@bojrokontho.com --- লোকসংস্কৃতি গবেষক আবু সালেহ আহমদ এর ধারাবাহিক গ্রন্থ আলোচনা-০৩ ভালোবাসার বহিরাবরণ: গ্রন্থটি সমাজ, প্রেম ও মানবজীবনের প্রতিচ্ছবি..। আলোচক- কবি এম আর ঠাকুর। ---