

বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পুনঃরায় সংঘর্ষের আশংকা।
পুনঃরায় সংঘর্ষের আশংকা।
আকিকুর রহমান রুমন:::
হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১জন আহত ২০।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহত ও ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
যেকোনো সময় পুনঃরায় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানাযায়।
ঘটনাটি ঘটেছে ১৬ এপ্রিল(বুধবার) বিকাল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৩নং ইউনিয়নের সুনামপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়,জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো ঐ গ্রামের রশিদ মিয়া ও হানিফ মিয়ার মধ্যে।
এই ঘটনাকে কেন্দ্র করে উল্লেখিত সময়ে রশীদ মিয়া গং ও হানিফ মিয়া গংদের মধ্যে কথা কাটি হয়।
এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে পরলে ঘন্টা ব্যাপী সংঘর্ষে ১জন নিহত ও ২০ জনের মতো আহত হন।
গুরুতর আহতদের মধ্যে ১০জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয় জনতার সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নিহত আনোয়ার আলী সংঘর্ষ থামাতে গিয়ে ফিকলের আঘাতে প্রাণ হারিয়েছেন।
তবে এ ঘটনায় থানায় কোন মামলা মোকদ্দমা না হলেও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাযায়।
এলাকাবাসী সূত্রে আরও জানাযায়, এই সংঘর্ষকে কেন্দ্র করে পুনঃরায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
যেকোনো সময় তারা পুনঃরায় সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মোস্তাফার সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন,সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে রেখেছেন।
তবে এই ঘটনায় মামলা হয়নি পক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
বিষয়: #আশংকা #পুনঃরায় #সংঘর্ষে
