

বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » নাগরিক সংবাদ » নিজে আগে আমল করে অপরকে আমলের তা’লীম দিতে হবে -ছারছীনার পীর ছাহেব।
নিজে আগে আমল করে অপরকে আমলের তা’লীম দিতে হবে -ছারছীনার পীর ছাহেব।
প্রেস নিউজ ::
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেছেন- ইসলামে সদুপদেশের গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআন ও হাদিসে মুসলিম উম্মাহকে সদুপদেশের বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে। কারণ উপদেশ দেওয়ার উদ্দেশ্য হল মানুষকে পছন্দনীয় কাজে উদ্বুদ্ধ করা আর অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখা। পবিত্র কুরআনুল কারীমে মহান আল্লাহ তায়ালা এ সম্পর্কে আমদেরকে নির্দেশ দিয়েছেন। কেননা আমাদের পূর্বেকার যুগে বনী ইসরাঈলরা মানুষকে আল্লাহর আনুগত্য, তাকওয়া ও কল্যাণের কাজের জন্য আদেশ করতো ; অথচ নিজেরা এর উল্টো চলতো। তাই মহান আল্লাহ তায়ালা তাদের এমন কাজকে ভর্ৎসনা স্বরূপ আয়াত নাজিল করেছেন।
পীর ছাহেব কেবলা আরও বলেন- মনে রাখতে হবে ভালো কাজের আদেশ একটি বিষয় এবং ভালোর ওপর আমল করা অন্য বিষয়। প্রতিটি কাজের জন্য পৃথক পৃথক বিনিময় রয়েছে। নিজে আমল না করতে পারলে অপরকে বলা যাবে না- এমনটি নয় ; বরং তা জায়েজ। তবে ভালো কাজের আদেশ ও মন্দ হতে বারণকারীকে অবশ্য অধিকতর পরহেজগার হওয়া বাঞ্ছনীয়। মুত্তাকি ব্যক্তির দাওয়াত ভালো ফল বয়ে আনে। পক্ষান্তরে নিজে আমল না করে অপরকে দাওয়াত দেওয়া যদিও জায়েজ, তবুও তা নিন্দনীয়। এ ধরনের ব্যক্তিদের দাওয়াত ফলদায়ক নয়। আর এ শ্রেণির মানুষের জন্য জাহান্নামের কঠিন শাস্তিও রয়েছে। তাই নিজে আগে আমল করে অপরকে আমলের তা’লীম দিতে হবে।
গতকাল গাজীপুর জেলার সদর উপজেলাধীন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টস্থ পশ্চিম নয়নপুর দারুসসুন্নাত মুহিব্বিয়া দীনিয়া মাদ্রাসার মাঠে আয়োজিত ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলে হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
মাহফিলে গুরুত্বপূর্ণ ওয়াজ নসীহত করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।
বিষয়: #অপরকে #আগে #আমল #আমলের #করে #ছারছীনা #তা’লীম #দিতে #নিজে #পীর #হবে
